রাবি শিক্ষার্থীদের অবরোধ : রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা এই অবরোধ শুরু করেন।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। সকালে তার নেতৃত্বে এ আন্দোলন শুরু হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। এ আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি করে দেশের সব সেক্টরে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ঢাবিকেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

এ সময় তারা ‘পেতে চাইলে মুক্তি, ছাড় ঢাবি ভক্তি’, ‘সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘ঢাবিজম নিপাত যাক’, ‘দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত’ এসব স্লোগান দেন।

গতকাল বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘৫ আগস্টের পর আমরা বৈষম্যহীন, সকলের অংশীদারত্বমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করেছে। আজ (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেওয়ার এক ঘণ্টা পর ঢাবি সিন্ডিকেট তা বদলিয়ে নিজেদের একজন নিযুক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা, পিএসসি-ইউজিসি মেম্বারসহ সংস্কার কমিশনগুলোতে অবস্থান দেওয়া হয়নি। শুরু রাবি বা রাজশাহী নয় বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে একই অবস্থা। কেবল ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করে রেখছে। আমরা এ সিন্ডিকেটের অবসান চাই।