সাতক্ষীরা প্রাণিসম্পদ কার্যালয়ে পশুচিকিৎসক নেই, দুর্ভোগে খামারিরা
- ০৭ জুলাই ২০২৫, ১৫:৫২
সাতক্ষীরা সদর উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় দীর্ঘদিন ধরে পশুচিকিৎসকবিহীন অবস্থায় রয়েছে। এতে চিকিৎসাসেবা ও ভ্যাকসিন পেতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় খামারিরা। এ ছাড়া গবেষণার কাজে কার্যালয়ে এসে খালি হাতেই ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। দ্রুত পশুচিকিৎসক নিয়োগ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন খামারি ও শিক্ষার্থীরা ।
খামারিদের অভিযোগ, প্রাণিসম্পদ কার্যালয়ে গেলেও চিকিৎসাসেবা পাওয়া যায় না। অধিকাংশ সময় কর্মকর্তা না থাকার কথা জানানো হয়। সরকারি ভ্যাকসিন সরবরাহ থাকলেও তা সহজলভ্য নয় এবং নিতে গেলে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন অনেকে।
স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘গরুর চিকিৎসা করাতে এসে দেখি ডাক্তার নেই। অফিসে গেলে কর্মকর্তারা নানা অজুহাত দেখান। আমাদের কথা কেউ গুরুত্ব দেয় না।’
শিক্ষার্থী ইসরাত জাহান ইশা জানান, গবেষণার কাজে অফিসে এসে প্রতিবারই ফিরে যেতে হয়। তিনি বলেন, ‘পশুচিকিৎসক না থাকায় আমরা কোনো তথ্য বা সহযোগিতা পাই না। কবে নতুন চিকিৎসক আসবেন, তাও কেউ জানে না।’
আরও পড়ুন: ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি’
এদিকে সরকারি ভ্যাকসিন পেতে টাকা দিতে বাধ্য করার অভিযোগ করেন শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার পর ২০ টাকা চাওয়া হয়েছে। সরকারি সেবার জন্য কেন টাকা দিতে হবে?’
সেবাবঞ্চিত স্থানীয়রা সোমবার (৩ মার্চ) দুপুরে প্রাণিসম্পদ কার্যালয়ে বিক্ষোভ করেন। তারা দ্রুত ডাক্তার নিয়োগ ও সেবার স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণু পদ বিশ্বাস জানান, সদর উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে দুটি চিকিৎসক পদের একটি দীর্ঘদিন ধরে শূন্য। অন্যজন এক মাস আগে বদলি হয়েছেন। ফলে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুত পদ পূরণ হলে সেবা স্বাভাবিক হবে।