‘জিয়া প্রজন্ম দল’ ভুয়া সংগঠন, জানাল বিএনপি
- ০৭ জুলাই ২০২৫, ১৫:৫৭
সাত বছর পর রাজধানীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সেই আয়োজনে আমন্ত্রিত নেতা ছাড়া কারও অংশ নেওয়ার সুযোগ ছিল না। তবে জিয়া প্রজন্ম দল নামে একটি সংগঠনের মহাসচিব পরিচয় দিয়ে মো. সারোয়ার হোসেন রুবেল নামে একজন ভেন্যুতে প্রবেশের চেষ্টা করে ধরা পড়েন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগঠনটি ভুয়া। একসঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
আজ সোমবার (৩ মার্চ) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জিয়া প্রজন্ম দল নামে একটি ভুয়া সংগঠন যার মহাসচিব হিসেবে মো. সারোয়ার হোসেন রুবেল নানা ধরণের অপকর্মে লিপ্ত রয়েছে। সম্প্রতি বিএনপির বর্ধিত সভায় অংশগ্রহণের জন্য তিনি ভুয়া পরিচয়পত্র তৈরি করে সভাস্থলে প্রবেশের চেষ্টা করেছেন।
বিবৃতির সঙ্গে ভুয়া পরিচয় পত্রটি সংযুক্ত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে উল্লিখিত মো. সারোয়ার হোসেন রুবেলের কোনো সম্পর্ক নেই।