ঢাবি শিক্ষকের ওপর হামলায় নিন্দা সাদা দলের একাংশের

রাস্তায় লম্বা সময় বাস থামিয়ে যাত্রী তুলতে নিষেধ করায় বিতণ্ডার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামান নামে এক শিক্ষকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি শিক্ষকদের সাদা দলের একাংশ। 

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে বাস চালক ও সহকারী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন আমাদের সম্মানিত সহকর্মী গণিত বিভাগের শিক্ষক জনাব আদিব শাহরিয়ার জামান।

‘‘আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত বাসচালক ও সহকারীসহ সকলকে গ্রেফতারপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’’

বিবৃতিতে সাদা দলের এই অংশের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং যুগ্ম-আহবায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে ফেরার পথে মিরপুর সুপার লিংকের এক বাস চালক ও হেল্পারের কাছে মারধর ও লাঞ্ছনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর-১১’তে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে ঘটনাটি নিয়ে নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে চালক ও হেল্পারের গ্রেফতারের দাবিতে মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করে রাখে শিক্ষার্থীরা। এরপর রাত ৮টার দিকে পল্লবী থানা পুলিশ বাস চালক ও হেলপারকে আটক করে।