
রমজানে পবিত্রতা রক্ষার আহ্বান গোবিপ্রবি আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের
- ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মাহে রমজানকে স্বাগতম জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’; ‘আহলান সাহলান, মাহে রমজান’; ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’; ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’; ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
র্যালি আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের যুগ্ন আহ্বায়ক জামিউল ইসলাম জয় বলেন, ‘আল্লাহ তায়ালা কোরআন নাজিলের মাধ্যমে রমজান মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানিত করেছেন। তাই, আসুন আমরা কোরআন নাজিলের এই মাসে বেশি করে কোরআন পড়ি, বুঝি এবং কোরআনের আলোকে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন। রমজান মাসে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা উচিত।’
এ ছাড়া তিনি রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান।