দিনাজপুরের বীরগঞ্জে গণধর্ষণের প্রতিবাদে মশালমিছিল

মশালমিছিল
মশালমিছিল © টিডিসি

সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ভয়াবহ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মশালমিছিল হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ বিজয় চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

মশালমিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, আহমেদ নাহিদ রায়হান মাহি ও জেমিয়ন রায়। এ ছাড়া বীরগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাহমিদ হোসেন, তপু ইসলাম, আবু বকর সুমন ও ইয়াসিন ইসলামও মিছিলে অংশ নেন। ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও এই মিছিলে একাত্মতা প্রকাশ করেন।

এ ছাড়া মশালমিছিলে অংশ নেন বীরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সবাই এ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুরের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই দেশকে নিরাপদ রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’