‘চরবিষয়ক’ মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম
মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয় করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির উদ্যোগে গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর চরে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মতো চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

কমিটির আহ্বায়ক ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাপ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীন প্রমুখ।