প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

জাতীয়
প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা তিনটায় সড়ক অবরোধ করেন তারা। এ কারণে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় ব্যানার হাতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধে যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো অনশনে শিক্ষকরা

তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।