
জামায়াতে ইসলামীকে তিন কোটি মানুষ সমর্থন করে: শফিকুর রহমান
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারের উদ্দেশে বলেছেন, ‘জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের তিন কোটি মানুষকে কারাগারে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের তিন কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ সমর্থন করে।’
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মের তরুণেরা দেখিয়ে দিয়েছে কীভাবে রক্ত দিতে হয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আজ একটি স্বাধীন দেশে কথা বলতে পারছি, তাদের স্যালুট জানাই। এটি ধরে রাখতে হবে।’
জুলাই-আগস্টে হতাহতের স্মরণ করে জামায়াতের আমির বলেন, ‘রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করি। জুলাই-আগস্টে যুবকেরা বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে হবে। স্বাধীনতার ৫৩ বছরেও দেশের মানুষ মুক্তি পায়নি। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পেতে চায়। আর জামায়াতে ইসলামী মানুষের মুক্তির জন্যেই সেই কাজটি করছে।’
আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ
তিনি আরও বলেন, ‘এই ১৭ বছরে বাংলাদেশ অনেক কিছু ঘটে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন কায়েম দেখার সুযোগ এ দেশের মানুষের হয়নি। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়ে দাও। এজন্য আমাদের কবুল করে নাও।’
জনসভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া। সঞ্চালনা করেন সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
এদিকে ২৮ বছর পর লক্ষ্মীপুরে খোলা মাঠে জামায়াতের এই জনসভায় অংশ নিতে সকাল থেকে মিছিলে মিছিলে আসতে থাকেন নেতা-কর্মীরা। সভা শুরুর আগে সামাদ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।