মাতৃভাষা দিবসে জবিতে ছাত্রদলের নানা কর্মসূচি

একুশে ফেব্রুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের অংশ ভাষা শহীদ রফিকসহ অন্যান্য ভাষা সৈনিকদের স্মরণে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। পাশাপাশি, মাতৃভাষার চর্চাকে আরও উৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘অমর একুশে কুইজ প্রতিযোগিতা’ আয়োজন করবে জবি ছাত্রদল। 

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক কেন্দ্রস্থল। বাংলা ভাষার জন্য তৎকালীন জগন্নাথের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ত্যাগের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।’