এইউবিতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে © টিডিসি ফটো

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য কবি ও সাহিত্যিক  প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। 

সম্মানীয় অতিথি ছিলেন এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য  ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিটা আশরাফ। মূল আলোচনা উপস্থাপন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা ও প্রক্টর এম.এ মতিন।  

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বায়ান্ন একটি চেতনা। যে চেতনা ধারণ করেই প্রতিষ্ঠিত হয়েছিল এ বাংলাদেশ। যারা বায়ান্নোর মাতৃভাষার জন্য এবং ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদের আত্বার শান্তি পাবে তখন, যখন আমরা সর্বস্তরে মাতৃভাষা চালু এবং আপামর জনতার মুখে হাসি ফুটাত পারবো। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, বাংলা ভাষার আন্দোলন থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা। আমাদের বর্তমান প্রজন্মকে বাংলাভাষার ফেরিওয়ালা হতে হবে। সারা বিশ্বে এই বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে। 

সভাপতির বক্তবে এইউবি উপাচার্য  ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, আমরা সবাই মিলে স্মরণ করব ভাষা শহীদদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা। বাংলা ভাষাকে উঁচুতে তুলে ধরতে হবে। তিনি বিগত জুলাই—আগষ্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা এবং  আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও কর্মকর্তা—কর্মচারী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ভাষার মাসে ভাষার কবিতা আবৃত্তি করেন কবি রবিউল করিম মুদুল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ তাজুল ইসলাম ।