অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ব্যক্তিরা
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোয়াজ্জেম (৩০), তারেক (২৮), রহমত (২৫), ইসমাইল (৫২), আজিম (২৬), আসিফ (২৬), রাজু (৩১), ফাহিম (২৬), সামির (২৪),  ফারুক (২৫),  ছনু (২০), ফাইয়াজ (১৯), সুমন (২২) ও রতন (৪৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।