‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত
- ০৯ জুলাই ২০২৫, ১৫:০৯
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), এ ধরনের গুঞ্জন ছিল। কিন্তু সেটি গুঞ্জনই থেকে গেল।
আসন্ন টুর্নামেন্টের জন্য গতকাল (১৭ ফেব্রুয়ারি) জার্সি উন্মোচিত করেছে ভারত। সেখানে আছে আয়োজক পাকিস্তানের নাম। পাকিস্তানের নাম সংবলিত সেই জার্সি পরেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন রোহিত-কোহলিরা।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ‘হাইব্রিড মডেল’। জার্সি উন্মোচনের পর দেখা যায়, সেখানে আয়োজক দেশের নাম রাখা হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে।
এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই। তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না–থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান থাকছেই।
আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের প্রথম ম্যাচ দুবাইতে খেলবে বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।