দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কঠিন করেছে হাসিনা: সমন্বয়ক নুসরাত

বক্তব্য দিচ্ছেন নুসরাত তাবাসসুম
বক্তব্য দিচ্ছেন নুসরাত তাবাসসুম © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে নারী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুসরাত বলেন, ‘প্রতি পদে আমাকে শুনতে হয়, জুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে গেল? বাংলাদেশের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ, এই কাজটি সবচেয়ে বেশি কঠিন করে গিয়েছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা ১৫ বছর ধরে যে লুটতরাজ, দুর্নীতি, খুন, গুম, আয়নাঘরের মতো দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে তাতে বাংলাদেশের নারী-পুরুষ নির্বিশেষে নারীদের রাজনীতিতে বিশ্বাস করতে সময় নিবে। শেখ হাসিনার এই পাপের ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। এজন্য বাংলাদেশের রাজনীতিতে নারীদের যদি নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত।’ 

তিনি বলেন ‘যতদিন না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি  করা হবে, ততদিন শুধু নারীদের রাজনীতি না, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ২৪ পরবর্তী নতুন রাজনৈতিক রূপরেখা কোনোভাবেই দেওয়া সম্ভব না। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচনের এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি। কিন্তু তারপর থেকে বাংলাদেশের রাজনীতি মোড় নিচ্ছে অন্যদিকে। প্রত্যেক মিনিটে নতুন নতুন পৃষ্ঠা লিখা হচ্ছে। সেখানে নারীদের অংশগ্রহণ শুধু যে কমে গেছে তা না, বরং যারা আগে থেকে রাজনীতিতে ছিল তাদেরকেও আগের মতো দেখতে পাচ্ছি না।’ 

নুসরাত বলেন, বেগম খালেদা জিয়ার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকেও তার শরীর, পোশাক এবং চরিত্র নিয়ে কথা শুনতে হয়। তার রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আলোচনা কমই হয়। আমরা তার মতো এ ধরনের বুলিংয়ের শিকার হচ্ছি। তার কারণ, নারীদের শুধু আমরা ইনক্লুড করি, তাদের পার্টিসিপেশন কোথাও নিশ্চিত করা হয় না।’