বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ২২০

বিওএফ
২০ ক্যাটাগরির পদে ২২০ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ২০ ক্যাটাগরির পদে ২২০ কর্মী নিয়োগে রবিবার (১৬ ফেব্রয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ);

১. পদের নাম: অফিস সুপারিনটেনডেন্ট;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

২. পদের নাম: উপসহকারী কেমিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে; 

*ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: সিনিয়র সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক পাস হতে হবে;

*কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

৪. পদের নাম: সুপারভাইজার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৫. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

৬. পদের নাম: গেট ইন্সপেক্টর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে (অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রাণ গ্রুপে, পদ ৩০০

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৩টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৮. পদের নাম: মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: রসায়ন ও পদার্থবিদ্যাসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৯. পদের নাম: গোডাউন কিপার;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

১০. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*ভারী যানবাহন চালনায় লাইসেন্সপ্রাপ্ত হতে হবে;

আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, পদ ৮৭

১১. পদের নাম: স্কিল্ড টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

১২. পদের নাম: টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

১৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: ডাক বিভাগ প্রকাশ করল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৩

১৪. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৬৪টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনে যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কারিগরি বিষয়ে সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে;

১৫. পদের নাম: ফায়ারম্যান;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

১৬. পদের নাম: টেকনিক্যাল হেলপার;

পদসংখ্যা: ৬৬টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে ফের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৫৫

১৭. পদের নাম: আরদালি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

১৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

১৯. পদের নাম: লেবার;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

২০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮—৩২ বছর (১৭ মার্চ ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলয়োগ্য।

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ এবং ১১ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।