পেমেন্ট জটিলতা, নন-ক্যাডার আবেদনের সময় বাড়াল পিএসসি

পিএসসি
পিএসসি

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) চাকরির ৬ পদে আবেদনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। তবে পদগুলোতে টেলিটকের সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না চাকুরিপ্রার্থীরা। একাধিক চাকুরিপ্রার্থী সমস্যার বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন। 

বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে টেলিটকের পক্ষ থেকে পিএসসির কাছে যোগাযোগ করা হলে পদগুলোতে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। পিএসসি’র কয়েকটি সূত্র বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

সময় শেষ হতে যাওয়া পদগুলো হল, নটিক্যাল ইন্সট্রাক্টর (৯ম গ্রেড) এর ২টি অস্থায়ী পদ, ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর (৯ম গ্রেড) এর ২টি অস্থায়ী পদ, সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) এর ১৮১টি স্থায়ী পদ, উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা কানুনগো (১০ম গ্রেড) এর ২৭৮টি স্থায়ী পদ, শিক্ষক (গণিত) (১০ম গ্রেড) এর ১টি স্থায়ী পদ, সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড) এর ২টি স্থায়ী পদ।

এ বিষয়ে কথা বলতে চাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস্‌ এন্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক সালেহ মো. ফজলে রাব্বী বলেন, আমাদের সার্ভারের কিছু জটিলতার জন্য আবেদনকারীরা সমস্যায় পড়ছেন। বিষয়টি ইতোমধ্যে পিএসসির সাথে কথা বলে আমরা সমাধানের চেষ্টা করছি। পিএসসিকে সময় বাড়ানোর আবেদন করেছিলাম। যার প্রেক্ষিতে পিএসসি আবেদনের তারিখ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় বিভাগের পরীক্ষা শাখার (নন-ক্যাডার) পরিচালক মো. শাহ আলম মিঞা বলেন, সমস্যা সমাধানে আমরা কাজ করছি। আবেদনের সময় বাড়ানো কিংবা যারা জটিলতার মুখে পড়ছেন তাদের নির্দেশনার বিষয়ে দ্রুত জানানো হবে।