তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
- ১০ জুলাই ২০২৫, ১৫:৪৬
তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চারদিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।
লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা ইতোমধ্যে অবগত আছেন তেজগাঁও কলেজ সরকারি করণ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চারদিন ব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচি করেছে। সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
‘প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখানে পড়ানো হয়। ২৮ টি ডিপার্টমেন্টে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিদ্যা চর্চা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ শিক্ষা ও গবেষণায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে, যা প্রতিষ্ঠানটির মানকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে।’
আরও বলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একইসঙ্গে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।
তাদের দাবিসমূহ হল- তেজগাঁও কলেজ সরকারি করণ করা। ছাত্র সংসদ কার্যকর করা। আবাসন সংকট নিরসন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শুন্যেপদে শিক্ষক নিয়োগ দিতে হবে। পরিবহণ বৃদ্ধি করতে হবে। ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে ও ক্যাম্পাসের প্রধান ফটকে ভাসমান দোকান তুলে দিতে হবে।