অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ. লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মী আটক

ফেনীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের অন্যতম আসামি হিসেবে মহিপালে হতাহতের মামলায় আসামি করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

আটককৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত আবুল বশরের ছেলে মো. ফরহাদুল ইসলাম (৪০), ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মো. মামুনুল হক পাটোয়ারী (৫০), একই উপজেলার মধ্যম মটুয়া গ্রামের নুরুল আমিনের ছেলে ওসমান গণি (২২), সোনাগাজী উপজেলার গুনক গ্রামের মৃত মো. আজিজুল হকের ছেলে হোসেন মো. আলমগীর (৫২), দাগনভূঞা রাজাপুর ইউনিয়নের  জয় নারায়নপুর গ্রামের মৃত গোলাম আলী ছেলে বেলাল হোসেন (৫২), পরশুরাম উপজেলার ডিএম সাহাব নগর গ্রামের মৃত বাহারউল্লাহ ছেলে মেহেরুউল্লাহ (৪৫), একই উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের আলী আহাম্মদ ছেলে নেছার উদ্দিন (২৪), সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের মৃত মোহাম্মদ হানিফের ছেলে শফিকুল ইসলাম (৫২)

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনী মডেল থানায় করা হতাহতের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।