কলেজ শিক্ষকরা রাজনীতি করলে ভেঙে দেওয়া হবে গভর্নিং বডি: উপাচার্য
- ১০ জুলাই ২০২৫, ১৫:৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকরা যদি কোনো ধরনের রাজনীতির চর্চা বা দলাদলিতে জড়ান, তাহলে সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে। পাশাপাশি, কলেজে অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর মতো অপসংস্কৃতি আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
অনুষ্ঠানে উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। অধিভুক্ত সব কলেজকে জবাবদিহিতার আওতায় আনতে শিগগিরই নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতে নতুন বার্তা দেওয়া হবে। তিনি বলেন, কলেজগুলোতে মব জাস্টিসের নামে অধ্যক্ষকে অপমানিত করার সংস্কৃতি আর চলবে না।
শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধি নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার, কলেজ মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষা কার্যক্রমকে আরও বাস্তবমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয় পিজিডি কোর্স, সাইন্স অ্যান্ড টেকনোলজি, আইসিটি, সফট স্কিল ও ট্রেড কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, যেকোনো কলেজ এসব কোর্সের অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা দেবে।
শিক্ষার্থীদের দেওয়া এসাইনমেন্টের মান ও কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপাচার্য শিক্ষকদের এ ধরনের অপ্রয়োজনীয় কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি গবেষণা ও প্রশিক্ষণে শিক্ষকদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।