সাদীর স্ট্যাটাস ‘আই ডিজার্ভ পরী’, পাল্টা উত্তর পরীমণির

পরীমনি ও শেখ সাদী
পরীমনি ও শেখ সাদী

ব্যবাসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিনদার হয়ে সম্প্রতি আলোচনায় আসেন উঠতি সঙ্গীত শিল্পী শেখ সাদী। এই গায়ককে নিয়ে পরীমনি তার ফেইসবুকের ওয়ালে একাধিক পোস্ট করেছেন। এ থেকে গুঞ্জন ছড়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। 

তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শেখ সাদী নিজের মনের ইচ্ছা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে সাদী বলেছেন, ‘আই ডোন্ট লাইক গার্লস এনিমোর। আই ডিজার্ভ পরী’

যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি আর মেয়েদের পছন্দ করি না। আমি শুধুই পরীর যোগ্য!’অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

এদিকে সাদীর পোস্টে নায়িকা পরীমণি কিন্তু মজা করতে ছাড়েননি। পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

অন্যদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লেখেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।

এসময় অনেকে আবার তরুণ এ গায়ককে শুভ কামনা দিতে শুরু করেছেন।

এর আগে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। সেসময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমণির সঙ্গেই ছিলেন সাদী। হয়েছেন তার জামিনদার। তারপরই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এ গায়ক।

পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জনে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশিকিছু বলার তো কিছু দেখি না।