অপারেশন ডেভিল হান্ট : আটক হলেন যারা
- ১০ জুলাই ২০২৫, ১৫:৫৪
দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুরের জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৬৫ জনকে আটক করা হয়েছে।
অটক ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন টোক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন (৩৬), কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. শাহাদাত হোসেন (৩২), টোক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব (২৫), টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন (৬২), মো. মিলন মিয়া (৩৫), রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুহুল (৪৩), টোক ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন (৫০), মো. শরীফ (২৭), শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহম্মেদ, শ্রীপুর ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আহমেদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেওয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার হবে।
রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।