‘৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিএনপি’

ড. খন্দকার মোশাররফ হোসেন
ড. খন্দকার মোশাররফ হোসেন © সংগৃহীত

আগামী নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিএনপি সারা দেশে ঐক্যবদ্ধ আছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় পর্যায়েও নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনের আহ্বান জানান বিএনপি নেতা।
 
তিনি বলেন, গণহত্যকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।