ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, নারীকে মারধর

ধানমন্ডি ৩২
ধানমন্ডি ৩২ নম্বরে গণপিটুনির শিকার নারী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ উত্তেজনার মধ্যেই বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার গণপিটুনির শিকার হন তারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির শিকার ওই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন আর ওই নারী বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়েন তারা, পরে শুরু হয় গণপিটুনি। তাদেরকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। তবে ঘটনাস্থলে  আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ১০-১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে।