বিপিএল অভিষেকে ৫ উইকেট পাওয়া কে এই মোহাম্মদ আলী?
- ১০ জুলাই ২০২৫, ১৭:২২
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা সবারই মনে থাকার কথা। ওই সফরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই সিরিজের দুটি টেস্টেই পাকিস্তানের একাদশে ছিলেন এক অখ্যাত পেসার। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেনও তিনি। তার নাম মোহাম্মদ আলী।
পাকিস্তানের এই পেসারকেই ফাইনালের আগের ফাইনাল ম্যাচে একাদশে নেয় ফরচুন বরিশাল। সারপ্রাইজ প্যাকেজ আলীও প্রতিদান দিয়েছেন দলের সিদ্ধান্তের। ২৪ রানে ৫ উইকেট শিকার করে চিটাগং কিংসকে থামিয়ে দিয়েছেন ১৪৯ রানে। দ্বিতীয় বোলার হিসেবে বিপিএল অভিষেকে পাঁচ উইকেট শিকারের এ কীর্তি গড়লেন আলী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আলী। ৫ উইকেটের ৪টিই পাকিস্তানি পেসার নিয়েছেন চিটাগংয়ের ১৯তম ওভারে।
৩২ বছরের আলি পাকিস্তানের হয়ে ৪ টেস্টে ৬ উইকেট শিকার করেছেন। ফার্স্ট ক্লাসে তার উইকেট রয়েছে ১৭৪টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। যেখানে পিএসএলে ১২ ম্যাচে ১৯ উইকেট রয়েছে তার।