প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ-জুলাই আন্দোলনে আহতদের সংঘর্ষ
- ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫
সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনরত জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত সাড়ে ১১টার পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিন্টো রোড থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাঁধা পেরিয়ে প্রধয়ান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা এগিয়ে যান। এসময় আইনশৃঙ্খলা বাহিনী নানাভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
আন্দোলনে আহতদের দাবি পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছেন।
এসময় উত্তপ্ত পরিবেশ সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা যায়।