বিশ্ব ইজতেমায় দুই দিনে ৪ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফায় অসুস্থ হয়ে আরও এক মুসল্লি মারা গেছেন। ওই মুসল্লির নাম রমিজ আলী (৬০)। এ নিয়ে ইজতেমা ময়দানে ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে ওই চার মুসল্লির মৃত্যু হয়। তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলার সদর থানাধীন রামনগর এলাকার মৃত দোস্ত মোহাম্মদপর ছেলে রমিজ আলী (৬০)। এর আগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা।