ঢাবি অধ্যাপক শিবলী রুবাইয়াতের পাসপোর্ট বাতিল

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম © সংগৃহীত

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পাসপোর্ট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে বিএসইসিতে থাকাকালীন তিনিসহ কয়েকজন শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।  

২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে আবারও তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ সূত্রে জানা গেছে, শিবলী রুবাইয়াত সশরীর উপস্থিত না হয়ে এক ব্যক্তিকে পাঠিয়ে বিভাগে যোগদানপত্র জমা দেন। তবে, এখন পর্যন্ত কোনো ক্লাস নেননি তিনি। শিবলী রুবাইয়াত এই মুহূর্তে দেশে আছেন কি না, তা-ও নিশ্চিত করে বলতে পারেননি তার বিভাগের কোনো শিক্ষক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আবেদনে দুদকের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলী রুবাইয়াতের অঢেল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করছে দুদক।