চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল শুরু, শুক্রবার থাকবেন আজহারী

চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে পাঁচ দিনের মাহফিল শুরু হয়েছে
চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে পাঁচ দিনের মাহফিল শুরু হয়েছে © সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী এই মাহফিল শুরু হয়েছে। মাহফিল চলবে শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত। সেদিন মাহফিলে অংশ নেবেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

সন্ধ্যা সোয়া ৬টায় হাফেজ কারি সিরাজ মোস্তাকিমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের অনুষ্ঠানিকতা। উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। তাফসির পেশ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলের দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতি আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য দেবেন মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।