চবি শিক্ষার্থী মিনারুলের জীবন বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

মিনারুল হক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
মিনারুল হক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনারুল হক ক্যানসারে আক্রান্ত। তার পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে (ডিওডেনাম) ক্যানসার ধরা পড়েছে, যা এখন তৃতীয় স্টেজে রয়েছে। তার দ্রুত অপারেশন ও কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। মিনারুলের অপারেশন ও কেমোথেরাপির জন্য ৭ লাখ টাকা প্রয়োজন।

মিনারুল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত মিনারুলের অপারেশন ও ৮ থেকে ৯টি কেমোথেরাপি দিতে হবে। এ জন্য ৭ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। 

মিনারুলের গ্রামের বাসা নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামে। শৈশবে তিনি মাকে হারিয়েছেন। গত বছর বাবাও মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ভাই গাজীপুরে একটি গার্মেন্টসে স্বল্প মজুরির চাকরি করতেন। বর্তমানে তিনি বেকার।

আরও পড়ুন: ৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান সাত কলেজ শিক্ষার্থীরা

গত বছর আগস্টে ক্যানসার শনাক্ত হয় মিনারুলের। পরে গত ২৬ ডিসেম্বর তার প্রথম এবং গত সপ্তাহে তার দ্বিতীয় অপারেশন হয়। গত বুধবার তাকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আবার সার্কেল অনুযায়ী কেমোথেরাপি দেওয়া হবে। একটি কেমোথেরাপি দিতে খরচ প্রায় ৭০ হাজার টাকা। মিনারুল আর্থিকভাবে অসচ্ছল বলে প্রথম দুটি কেমোথেরাপি ডিসকাউন্টে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে পরের কেমোথেরাপিগুলোয় ডিসকাউন্ট দেবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এম এ সুমন জানান, মিনারুল গত নভেম্বর মাস থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন। এখন তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে। এর আগে তার দুটি অপারেশনও করা হয়েছে। শারীরিক অবস্থা ও ক্যানসারের ধরন পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি তৃতীয় ফেজে রয়েছে। তাই মিনারুলের ফিজিক্যাল কন্ডিশন বিবেচনায় ৮-৯টি কেমোথেরাপি দিতে হবে।

আরও পড়ুন: ঢাবি প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দাবিতে ৪ ঘণ্টার আল্টিমেটাম

মিনারুলের পরিবার ও বন্ধুবান্ধব তার জীবন বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

টাকা পাঠানো যাবে ০১৭৬৩০৪৮০৪৭ (বিকাশ), ০১৯৫৫৪৩৮৫৫৪ (বিকাশ/নগদ) ০১৫৮০৬৪৭৫৭৬ (রকেট) নম্বরে। এ ছাড়া আসাদুজ্জামান শাকিব, ডাচ্-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১১৩১০৫০০৫১২৪৭ ও অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ০২০০০২০১১৯৮৭৭ নম্বরে অর্থ পাঠানো যাব।