ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
- ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয় সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা।
এর আগে গতকাল রোববার দুপুরে আলী আজিমকে ডিবি পুলিশ আটক করে এবং পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনার পর থেকেই পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে।
ধর্মঘটের ফলে খুলনা বিভাগের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোয় জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল ছাত্রের
পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে, আমাদের কর্মবিরতি চলবে।’
পুলিশ জানিয়েছে, ২১ আগস্টের একটি নাশকতা মামলার ভিত্তিতে আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আন্দোলনের কারণে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনের মালিকরা।