ঢাবি-৭ কলেজ শিক্ষার্থীরা মুখোমুখি, ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি
- ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬
সাইন্স ল্যাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান করছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সাইন্স ল্যাবে মোড় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে সেখানে আসেন তারা।
ঠিক সেই সময়ে স্যার এ এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা গেছে। এসময় তাদের মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে। এসময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যদিও মাঝখানে পুলিশের সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। এসময় উভয় পক্ষই নানান স্লোগান দিচ্ছেন।
বিস্তারিত আসছে..