আওয়ামী লীগ উন্নয়ন করতে গিয়ে দিয়েছে রডের বদলে বাঁশ: জামায়াত আমির

ডা.  শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র চায়নি, চেয়েছে উন্নয়ন। আর উন্নয়ন করতে গিয়ে দিয়েছে রডের বদলে বাঁশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে দিনাজপুরে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত হাসিনা সরকারের আমলে আমাদের দলের সকল কার্যালয় বন্ধ করে দিয়েছিলো, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিলো, আমাদের দলকে নিষিদ্ধ করেছিলো। আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ ভাই-বোনকে, কোলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 

ডা. শফিকুর রহমান বলেন, ৯০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামী না, এদেশের দেশ প্রেমিক, অন্যান্য দলকে প্রতিপক্ষ বানিয়ে দোষারোপ দিয়ে একই আচরণ করেছে। আলেম- ওলামদেরকে খুন করেছে, হাফেজদেরকে খুন করেছে।

বিগত সরকার উপহাস করে বলেন, শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝড়েনি, হেফাজতের নেতারা সেখানে লাল রঙ ঢেলে দিয়েছিলো। কত নিম্ন মানের রুচি হলে মানুষ খুন করার পর শাসকগোষ্ঠীর পক্ষ হতে এমন কথা বলতে পারে?

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় দেখা হবে না কে কোন দলের, কে কোন ধর্মের। দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা, যিনি যে কাজটির উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন দিনাজপুর জামায়তে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের বাবা ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য দেলোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আফতাবউদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের পূর্বে দিনাজপুর জেলার সকল উপজেলা ও বাইরের বিভিন্ন জেলা হতে বাস-মাইক্রোবাস, সিএনজি ইত্যাদির মাধ্যমে দলের কর্মী-সমর্থকরা সম্মেলনস্থলের (গোর-এ শহীদ (বড় ময়দান) বা দিনাজপুর বড়মাঠের) উদ্দেশ্যে আসেন।