
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রবি শিক্ষার্থীদের জনসংযোগ
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:০৮

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্থানীয় বাজারগুলোতে জনসংযোগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে গত চারদিন ধরে লাগাতার আন্দোলন করছেন তারা। আন্দোলনকে বেগবান করতে আজ এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩ হতে শুরু করে স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড বাজার, মনিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজারসহ বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে জনসংযোগ করেন শিক্ষার্থীরা।
এসময় তারা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তির জন্য দু:খ প্রকাশ করেন এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরে। একইসাথে আট বছরেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। বৃহস্পতিবারের ন্যায় পরবর্তী দিনগুলোতেও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যুক্ত হতে আহবান জানায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, “এর আগে দীর্ঘদিন আন্দোলনের ফলে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু এত দিনেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা না হওয়া সত্যি হতাশাজনক। দ্রুত ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ জানান, “ফ্যাসিস্টের আমলে সংগঠিত বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের ফলে গত আট বছরেও আমাদের ক্যাম্পাস প্রতিষ্ঠা হয় নি। যার ফলে আমাদের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না। এজন্য স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য আমরা বিগত কয়েকদিন ধরে আন্দোলন করছি, স্থানীয়রাও আমাদের সাথে আন্দোলনে যুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি। একইসাথে সড়ক অবরোধ করে আন্দোলন করায় তাদের যে ভোগান্তি হচ্ছে সে বিষয়ে দু:খ প্রকাশ করছি। তবে সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং আন্দোলন চালিয়ে যেতে ও আমাদের নায্য দাবি আদায় করতে পাশে থাকার কথা জানিয়েছেন।”
জানা যায়, শিক্ষার্থীদের টানা আন্দোলনে সমর্থন জানিয়ে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার সহস্রাধিক এলাকাবাসী ও শিক্ষার্থী মানববন্ধনও বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন।
স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার জানান, “স্থায়ী ক্যাম্পাসের নয় হাজার দুইশত কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া হলেও সরকারের পরামর্শে তা বারবার সংকুচিত করে মোট আটবার জমা দিতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। সর্বশেষ প্রায় ছয়শত কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়েছে, যা ইউজিসি হয়ে পরিকল্পনা কমিশনে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মানের বাজেট পাবে কি না তা আগামী ২৮ জানুয়ারির সভায় জানা যাবে।”
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ২০১৫ ১১ মে মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৫'-এর খসড়া অনুমোদন পায়। পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ''রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।" বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।