বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে কোম্পানি সেক্রেটারি, আবেদন ই-মেইলে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
কোম্পানি সেক্রেটারি (সিএস) নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কোম্পানি সেক্রেটারি (সিএস)’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস;

পদের নাম: কোম্পানি সেক্রেটারি (সিএস);

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

অন্যান্য সুযোগ-সুবিধা—

*সার্বক্ষণিক গাড়ি সুবিধা (চালক ও জ্বালানিসহ);

*টেলিফোন ও মোবাইল বিল;

*এয়ার টিকিট সুবিধা;

*স্বাস্থ্য সুবিধা;

*কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৬৯

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (১৯ জানুয়ারি ২০২৫ তারিখে);

কর্মস্থল: ঢাকা;

দরকারি কাগজপত্র—

*আবেদনপত্র;

*সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের কপি;

*অভিজ্ঞতার সনদের কপি;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিএস বা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৭৬৪৩১ বেতনে চাকরি অ্যাকশনএইডে, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র mgremp@biman.gov.bd ঠিকানায় ই-মেইল করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, হেড অফিস ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠাতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।