সামাজিক মাধ্যমে ভুল তথ্যের প্রচার, আলোচনা-সমালোচনার ঝড়
- ১৩ জুলাই ২০২৫, ১২:০১
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার হচ্ছে। এসব তথ্যকে গুজব ও অসত্য বলেছেন সবাই।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে এসব তথ্য ছড়িয়ে পড়ে। এই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমগুলোয়।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে লেখা হয়, ‘দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী, আসিফ নজরুল এখন কোথায়? তাকে দেশ ছাড়তে দেয়া হবে না।’
এদিন রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে নিজের আইডিতে তিনটি পোস্ট করেন। এক পোস্টে তিনি লেখেন, ‘সব ভাগছে কেন? তোরা না মুজিববাদের কবর দিবি? আচ্ছা বাঁধন আপু কই? আর ঐ যে বড় এক বেটির বাচ্চা জামাই কী যেন নাম?’
এ ছাড়া তিনি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, তার স্ত্রী ইংরেজি শিক্ষক মুনজেরিন শাহীদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করে পোস্ট করেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভোররাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই। সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। ওদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর ৬টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা।’