ঢাকা বিশ্ববিদ্যালয়

সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৩-১৪ সেশনের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  আগামী ১০ জানুয়ারী থেকে শুরু হয়ে ১৭ ফেব্রয়ারী পর্যন্ত পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ, ২০১১-১২ শিক্ষাবর্ষ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মত,মানোন্নয়ন  ও বিশেষ পরীক্ষার্থীদের ২০১৭ সালের অনার্স পরীক্ষা প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। পরীক্ষার রুটিন http://7college.du.ac.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে।