প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালো বুয়েট
- ১৩ জুলাই ২০২৫, ১৪:০৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার ফল আগামী ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখা যাবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২১ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত ছিলেন দুই হাজার ৩৫৫ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন রয়েছে- ১৩০৯টি। প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি।
মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।