সাত কলেজের পরীক্ষার সূচি পরিবর্তনের খবরে পুরান ঢাকায় বিক্ষোভ

বিক্ষোভ করছে ঢাকা কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের চারটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ঘটনায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি কবি নজরুল কলেজ এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার পর এই কর্মসূচিতে ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শতাধিক শিক্ষার্থীকে অংশ নিতে দেখা গেছে। এসময় নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। 

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচি প্রকাশ করা হয়। পরিবর্তিত রুটিন বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি পিছিয়ে গেছে স্নাতক দ্বিতীয় বর্ষের ১১ ফেব্রুয়ারির পরীক্ষা, সেটি দুই মাস পিছিয়ে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এছাড়াও কম বেশি সকল বর্ষের পরীক্ষা মাস খানেকের মতই পিছিয়ে গেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের ৩ ফেব্রুয়ারির পরীক্ষা এগিয়ে ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের ১১ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০২৩ সনের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ২৮ জানুয়ারি থেকে পিছিয়ে ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
 
এছাড়াও ২০২০ সনের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত (১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষের) পরীক্ষা ২১ জানুয়ারির পরীক্ষা ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারির পরীক্ষা ৮ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি রুটিনের বাকি অংশ অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবরিনা সুলতানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে রাত সাড়ে ন'টায় সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। যার একমাত্র দাবি ছিল আগের রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নেওয়া এবং সেশন জটের ভোগার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতেই এই প্রতিবাদ মিছিল।