আরও ১ নতুন সেল গঠন জাতীয় নাগরিক কমিটির

জাতীয় নাগরিক কমিটি লোগো
জাতীয় নাগরিক কমিটি লোগো © ফাইল ফটো

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘ক্রাইসিস রেসপন্স সেল’ নামে আরও ১টি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (২০ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন সেলগুলো অনুমোদন করেন।

ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক হিসেবে রয়েছেন আলী নাছের খান।

সেলের অন্য সদস্যরা হলেন- মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শরিফ ওসমান হাদি, মশিউর রহমান, মিয়াজ মেহেরাব তালুকদার, তাহসীন রিয়াজ

এর আগে, গত ১২ জানুয়ারি (রোববার) সংগঠনটি পাঁচটি সেল গঠন করেছে সংগঠনটি। সেলগুলো হলো- শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল, তথ্য ও জনসংযোগ সেল।