১৪ বছর পর ঢাবিতে পুনঃভর্তি হচ্ছেন যুবদল নেতা

একেএনএম রাশেদ আল আমীন
একেএনএম রাশেদ আল আমীন © সংগৃহীত

২০০৭ সালের ওয়ান ইলেভেনের সূচনালগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা কিংবা নির্যাতনের কারণে যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি—এমন ২৯ ছাত্রদল নেতাকর্মীদের পুনঃভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রদলের ২৯ নেতাকর্মীদের মধ্যে একজন ১৪ বছর পর ঢাবিতে পুনঃভর্তি হচ্ছেন। তার নাম একেএনএম রাশেদ আল আমীন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি দ্বিতীয় বর্ষে পুনঃভর্তি হতে চান। 

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ আল আমীন বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক কমিটির সদস্য। তিনি অমর একুশে হলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।