ফোনে স্বামীর মুখে তালাক, প্রাণ দিলেন স্ত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে স্বামীর মুখে তালাক শুনে মারিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।     

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। 

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে। দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী তানজিল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেন তানজিলা। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো। শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান। এই অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেন মারিয়া।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, 'মারিয়া আক্তার নামে  এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'