
ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

ইরানে দুই বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তারা দুইজন তেহরানের সুপ্রিম কোর্টের বিচারক। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বিচারক। শনিবার (১৮ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট ভবনের বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
নিহত দুই বিচারক হলেন, মধ্যম স্তরের শিয়া মুসলিম ধর্মগুরু মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে গুলিতে দুই বিচারক নিহত হয়েছেন।
ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুলইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতোলেসলাম মোহাম্মদ মোকিসেহকে হত্যা করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর বিচার বিভাগ জানিয়েছে, সশস্ত্র হামলাকারী সুপ্রিম কোর্টে কোনো অভিযোগ দায়ের করেনি বা তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও ছিল না।
বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, হামলার ঘটনা ঘটেছে তেহরানের আর্ক স্কয়ারে। এ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কাছে কীভাবে হামলাকারী পৌঁছাল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলায় তিন বিচারককে টার্গেট করা হয়েছিল। এরমধ্যে দুজন নিহত হলেও, অপর একজন বেঁচে গেছেন। তবে হামলার পরপরই আত্মহত্যা করেছেন হামলাকারী। এ মুহূর্তে তার পরিচয় এবং হামলার কারণ জানার চেষ্টা চলছে।
এর আগে ১৯৯৮ সালের জানুয়ারিতে ৭১ বছর বয়সি আলী রাজিনিকে হত্যাচেষ্টা করা হয়। একাধিক মোটরসাইকেল আরোহী তার গাড়িতে একটি চৌম্বকীয় বোমা লাগিয়ে দেয়। হামলায় তিনি আহত হয়েছিলেন। ফলে সে যাত্রায় বেঁচে যান তিনি।