কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আইয়ুব সেক্রেটারি নোমান
- ১৩ জুলাই ২০২৫, ১৬:১৫
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আইয়ুব আনসারী ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ।
শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জেলা সেক্রেটারী মীর মুহাম্মদ আবু তালহা এর উপস্থিতিতে কক্সবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান জেলা সেক্রেটারী মীর মুহাম্মদ আবু তালহা।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। আর সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ ও ২য় বর্ষে অধ্যয়নরত।