বিশ্ববিদ্যালয়ের নতুন নাম নিয়েও সন্তুষ্ট নয় মেরিটাইমের শিক্ষার্থীরা

আন্দোনরত শিক্ষার্থীরা
আন্দোনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাসহ শেখ পরিবারের নামে থাকা ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির পরিবর্তিত নাম হয়েছে ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ।’ এই নামকে প্রত্যাখ্যান করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করেন। উপাচার্য রিয়ার এডমিল আশরাফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত হয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিষয়টি অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার বিষয়ে আবারো জানান।

উপাচার্যের আশ্বাসে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে দাড়িয়ে ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামকে প্রত্যাখ্যান করে এবং অনতিবিলম্বে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ হিসেবে প্রজ্ঞাপন জারির দাবি জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার জন্য জমা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য আজ উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয়।

জানা গেছে, দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি, শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়।