সাউথইস্ট ইউনিভার্সিটিতে তথ্য অধিবেশন অনুষ্ঠিত
- ১৪ জুলাই ২০২৫, ১৫:২৬
হাল্ট প্রাইস সাউথইস্ট ইউনিভার্সিটি তথ্য অধিবেশন আয়োজন করেছে। গত ১২ জানুয়ারি আয়োজিত এ সেশনে দুইজন বিশেষ বক্তা বক্তব্য রেখেছেন
অনুষ্ঠানের বক্তব্যে সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক নুজহাত আফরিন প্রভাবশালী ব্যবসায়িক ধারণা তৈরির বিষয়ে অমূল্য অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন।
আকিফ বিন সাঈদ, হাল্ট প্রাইজ বাংলাদেশ ২০২৪-২৫ এর অন-ক্যাম্পাস সমন্বয়কারী, অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার মিশন, দৃষ্টিভঙ্গি এবং সাফল্যের পদক্ষেপগুলি নেভিগেট করতে সহায়তা করার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ প্রদান করেছেন।
হাল্ট প্রাইস সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর সমন্বয়কারী সাইফুল ইসলাম বলেন, আমাদের এই সেশনটি শিক্ষার্থীদের উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, একটি বিষয়ের উপর পার্থক্য তৈরি করতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে। শ্রোতাদের দক্ষতা এবং প্রজ্ঞা দিয়ে ক্ষমতায়নের জন্য আমাদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বলতে চাই আপনাদের শক্তি এবং উদ্যম সত্যিই প্রশংসনীয় ছিল। আমরা অধীর আগ্রহে আপনার জীবনে আনা রূপান্তরকারী ধারণার অপেক্ষা! আমাদের সাথে থাকুন কারণ আমরা অনুপ্রেরণামূলক গল্প এবং আপডেটগুলি প্রদর্শন করতে থাকি।
হাল্ট প্রাইস সাউথইস্ট ইউনিভার্সিটির প্রেস রিলিস অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জুনাইদ হোসেন বলেন, হাল্ট প্রাইস এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি চাইলে আপনার ভিতরে তৈরি হওয়া ক্রিয়েটিভ পরিকল্পনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করে পুরো বিশ্বকে জানিয়ে দিতে পারবেন ও আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন কারণ বিশ্বের প্রায় সব কয়টি দেশ এবং প্রত্যেক ইউনিভার্সিটিতেই হাল্ট প্রাইজের টিম রয়েছে।