ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর
- ১৪ জুলাই ২০২৫, ১৫:৪৪
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ৮৬ দশমিক ২০ রুপি। এ পতন রুখতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই), দেশটির ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে।
আরও দরপতনের মধ্য দিয়ে ভারতীয় মুদ্রার মান প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৮৬ দশমিক ২০ রুপিতে ঠেকেছে। এ পতন এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার (১০ জানুয়ারি) লেনদেন শুরু হয় ডলার প্রতি ৮৫ দশমিক ৮৮ রুপিতে এবং শেষ হয় সর্বনিম্ন ৮৫ দশমিক ৯৮ রুপিতে। পতন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে।
আরও পড়ুন: রিজার্ভ চুরির অর্থ ফেরানো প্রসঙ্গে যা বললেন গভর্নর
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে। বন্ডের বিপরীতে পাওয়া যাচ্ছে অতিরিক্ত মুনাফা। এসব কারণে দুর্বল হচ্ছে রুপির মান। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে দেওয়ার বড় কারণ বলে জানানো হয়েছে। জানুয়ারিতেই এখন পর্যন্ত ২১ হাজার ৩৫৭ কোটি রুপির শেয়ার বিক্রি করা হয়েছে।
শুক্রবার ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ৬৯৩ বিলিয়ন ডলার কমে ৬৩৪ দশমিক ৫৮৫ বিলিয়ন ডলারে নেমে আসে।