ইবিতে দেড় শতাধিক শীতার্তের মাঝে ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

‌‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় অর্ধশত শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি এবং শতাধিক প্রাপ্ত বয়স্কদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।

তারুণ্যের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও রক্তদান কর্মসূচি সম্পাদক আহসান হাবিব এবং সদস্য ঐশ্বর্য আহমেদের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, তারুণ্যের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গফুর গাজী, সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ তাবরিজ খান, সদ্য সাবেক সভাপতি মো মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সামাজিক সংগঠন বুননের সভাপতি নাহিদ হাসান ও তারুণ্যের সদস্যবৃন্দ।

এসময় সভাপতি আমিরুল ইসলাম বলেন, অসহায় দুস্থ মানুষের পাশে থাকা তারুণ্যের মূল উদ্দেশ্য। প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করেছি ক্যাম্পাস সংলগ্ন গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এই শীতের সময়ে যেসব মানুষের শীতবস্ত্র কিনার সামর্থ্য নেই তাদেরকেই আমরা এখানে নিয়ে এসেছি। আমরা শিশুদের জন্য হুডি ও টুপি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কম্বল ও চাদর নিয়ে সর্বমোট ১৬০ জনের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। শীতার্ত এই মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, দেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের সংস্কার আনা সম্ভব। তারুণ্য আজকে শীতার্ত মানুষের জন্য যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এসময় তিনি সামাজিক সংগঠনগুলোর কল্যাণ কামনা করেন এবং সর্বদা সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।