রাকিব-নাছিরের পদত্যাগ দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
- ১৫ জুলাই ২০২৫, ১২:২৪
ঘোষিত পকেট কমিটি বাতিল এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পদত্যাগ দাবিতে ৫ম দিনের মতো বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কলেজের সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে, অযোগ্য, নিষ্ক্রিয় বহিরাগতদের দিয়ে তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান নেতাকর্মীরা।