যমুনা গ্রুপে চাকরি, পদ ১১৪

যমুনা পেপার মিলস
যমুনা পেপার মিলসে জনবল নিয়োগে আবেদন চলছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৩ পদে ১১৪ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস (যমুনা গ্রুপ);

পদের নাম: বিভিন্ন পদ;

পদসংখ্যা: ১১৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন,

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ৪৫০০০ বেতনে যমুনা ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন স্নাতকেই

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা hr@jamunagroup-bd.com ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। অথবা, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত দেখতে নিচের বিজ্ঞপ্তি দেখুন— 

No photo description available.