ভোলায় আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলে আটক
- ১৬ জুলাই ২০২৫, ১৫:৫৮
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে তাদেরকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আটককৃতরা হলেন- আলমগীর মাতব্বর (৬০) ও তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫)।
কোস্টগার্ড জানায়, আটক বাবা-ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত। এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব করাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।